মূল দুই ভুমিকায় ক্রাতিকা সেঙ্গার আর শারদ মালহোত্রাকে নিয়ে বেশ চমক সৃষ্টি করেই ‘কসম তেরে পেয়ার কি’ সিরিয়ালটি যাত্রা শুরু করেছিল মার্চের প্রথম সপ্তাহে। তিন মাস পেরোতেই সিরিয়ালটি প্রথম হোঁচট খায় যখন ক্রাতিকা কালার্স টিভির সিরিয়ালটি ছেড়ে দেন। তার জায়গায় শিবানী তোমারকে দিয়ে এ যাত্রায় ধাক্কা সামলালেও সিরিয়ালটি সম্ভবত আরেকটি ধাক্কা খেতে যাচ্ছে।
সিরিয়ালটির কাহিনী যখন এক প্রজন্ম এগিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে ঠিক তখন আরেক গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতা জুবের কে. খানের মো ছাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি এই শোতে মনপ্রীত সিং বেদির ভ‚মিকায় অভিনয় করেন।
একটি অনলাইন সূত্র জানিয়েছে জুবের পর্দায় বাবার ভ‚মিকায় অভিনয় করতে প্রস্তুত নন বলে সিরিয়ালটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া তার হাতে বেশ কিছু অফারও আছে।
এখনও বিষয়টি নিশ্চিত না হলেও তার শো ছাড়ার সম্ভাবনাই বেশি।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন