গায়িকা বিয়ন্সে নোল্স তার সাম্রাজ্য বিস্তার অব্যাহত রেখেছেন। সঙ্গীত থেকে অভিনয় আর ফ্যাশন জগতে নিজের নাম লেখাবার পর এখন তিনি তার নিজের টেলিভিশন নেটওয়ার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন।
একটি দৈনিক জানিয়েছে বিয়ন্সে তার ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পার্কউডকে বিস্তৃত করছেন এবং এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় আগামী দশ বছরের মধ্যে একটি টিভি নেটওয়ার্ক প্রতিষ্ঠার আশা করছেন।
এই নেটওয়ার্কটি যতটা না বিনোদন তার চেয়ে বেশি সিরিয়াস ধরনের অনুষ্ঠান প্রচার করবে। অনুষ্ঠানের মধ্যে থাকবে আফ্রিকা ও আমেরিকার ইতিহাস নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান।
একটি সূত্র বলেছে, “তিনি ওপরা’র (উইনফ্রি) মত নিজের টিভি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করতে চাইছেন।”
“তার মালিকানাধীন বিনোদন প্রতিষ্ঠান পার্কউড বেশ ভাল কাজ করছে। তিনি নিজের আর তার ঘনিষ্ঠ সৃজনশীল বন্ধুদের ধারণার প্রতিফলন ঘটাতে চান এই নেটওয়ার্কের মাধ্যমে। আগামী এক দশকের মধ্যে এর বাস্তবায়ন হবে,” সূত্র আরো বলেছে।
বিয়ন্সে আসছে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পারফর্ম করবেন বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন