বিনোদন ডেস্ক : গত ঈদে তিনটি নাটকে অভিনয় করেছিলেন সঙ্গীতশিল্পী হৃদয় খান। তার নাটকগুলো ছিলো নির্মাতা মোস্তফা কামাল রাজের রূপকথা, তন্ময় তানসেনের ক্ষরণ এবং এস এ হক অলিকের ফিরে যাওয়া হলো না। এসব নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে নাম লেখান তিনি। তবে আপাতত তিনি অভিনয় করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আগামী কোরবানি ঈদের কোনো নাটক-টেলিফিল্মে তাকে দেখা যাবে না। হৃদয় খান বলেন, গত ঈদে একসঙ্গে তিনটি নাটকে অভিনয় করেছি। শুরুতেই অভিনয়ের ব্যাপারটা আমার জন্য একটু চাপের ছিল। এ চাপ নেয়া সম্ভব নয়। ফলে আগামী ঈদে অনুরোধ থাকার পরও কোনো নাটকে অভিনয় করছি না। হৃদয় বলেন, আমি গানের মানুষ। শুধু গান নিয়েই থাকতে চাই। এদিকে গান প্রসঙ্গে হৃদয় বলেন, অচিরেই প্রকাশিত হবে আমার চতুর্থ অ্যালবাম। ইতোমধ্যে রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। পাশাপাশি চলচ্চিত্রের সংগীত পরিচালনা এবং বিভিন্ন শিল্পীর জন্য নতুন গানও করছি। একইসঙ্গে এবিবিসি রেডিওতে এইচকে শো নিয়ে ব্যস্ত আছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন