শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রকৌশলীকে মারধর : কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির বরখাস্ত

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ৩:৪৪ পিএম

চাঁদপুর জেলার কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশিরকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার(২৩ জুলাই) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপজেলা-২ শাখা থেকে উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।

চিঠিতে বলা হয়েছে, গত ১৯জুলাই কচুয়া উপজেলা নির্বাহি অফিসার কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় 'সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন' শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে ছয় তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ পরিদর্শনে যান। ঠিকাদার নির্মাণকাজ ঠিকমতো তথা
পাথরের গুনগতমান নিয়ে আপত্তির কারণে পরিদর্শনকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর উপসহকারী প্রকৌশলী মোঃ নুর আলমকে কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির ঘুষি চর, থাপ্পড় মারেন ও বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এমতাবস্থায় উপজেলা পরিষদ আইন
১৯৯৮( উপজেলা পরিষদ সংশোধন আইন ২০১১) এর ১৩ধারা অনুসারে চাঁদপুর জেলার কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশিরকে কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সেই সাথে কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।

উল্লেখ্য কচুয়ায় শিক্ষা প্রকৌশল বিভাগের ইঞ্জিনিয়ারকে মারধরের ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহজাহান শিশিরকে প্রধান আসামি করে ২০জুলাই মামলা দায়ের করা হয়। কচুয়া থানায় এ মামলা দায়ের করেন হামলার শিকার ইঞ্জিনিয়ার। এদিকে দ্রুত আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এবং বিচার না হলে সারাদেশের শিক্ষা প্রকৌশলী বিভাগের প্রকৌশলীরা কর্মবিরতিতে যাবেন বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ার নূর আলম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন