স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) হিসেবে ডা. মো. ফরিদ হোসেন মিঞাকে নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত সার্কুলার প্রকাশ করে।
ফরিদ হোসেন মিঞা এর আগে স্বাস্থ্য অধিদপ্তরে উপপরিচালক (এমবিডিসি) ও প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে ডা. মো. আমিনুল হাসানকে অফিসার অন স্পেশাল ডিউটিতে (ওএসডি) করা হয়েছে। আগামী তিন কর্ম দিবসের মধ্যে তাদের বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় তারা চতুর্থ দিনে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসান পদত্যাগ করার পরে এই সিদ্ধান্ত নেয়া হয়। রিজেন্ট হাসপাতালের প্রতারণার বিষয়টি সামনে আসায় সমালোচনার মুখে পড়েছিলেন ডা. আমিনুল হাসান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন