কঠোর বাঙালি চিকিৎসক ডা. মধুমতীর ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন দেবিনা বনার্জি। ‘ডা. ভানুমতী অন ডিউটি’ সিরিয়াল থেকে কবিতা কৌশিক বিদায় নেবার পর ভানুমতীর স্থলাভিষিক্ত হচ্ছে ডা. মধুমতী আর স্বাভাবিকভাবেই সিরিয়ালটির নাম হচ্ছে এখন ‘ডা. মধুমতী অন ডিউটি’। সাব টিভির সিরিয়ালটিতে অভিনেত্রীটি এক চিকিৎসকের ভূমিকায় অভিনয় করবেন যার বিয়ে হবার আগেই ভেঙে যায়।
ইউনিটের সদস্যরা নতুন ভূমিকায় দেবিনাকে একুশ ইনজেকশনের সালাম দিয়ে বরণের সিদ্ধান্ত নিয়েছে ঠিক একুশ বার তোপ ধ্বনির মত করে। এই ইনজেকশন অবশ্য কারও শরীরে ফোটানো হবে না, শুধু রঙিন পানি দিয়ে ছিটানো হবে।
দেবিনা বলেছেন, “এটি এই শোয়ের মধ্য দিয়ে বাড়ি ফেরার মত। সব সময়ের মত আমি রোমাঞ্চিত এবং একই সঙ্গে নার্ভাস। আমি এক কঠিন বাঙালি নারীর ভূমিকায় অভিনয় করছি যে ভালবাসায় বিশ্বাস করে না।
সাব টিভির ‘ডা. মধুমতী অন ডিউটি’ সিরিয়ালে যুগ যুগ জিয়ো হসপিটালে দেবিনাকে দেখা যাবে বিপুল রায়ের (ডা. মোহনের ভূমিকায়) সঙ্গে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন