বিনোদন ডেস্ক : প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী মীরা মÐলের রবীন্দ্রসংগীতের প্রথম একক অ্যালবাম ‘অনেক কথা বলেছিলেম’। গত ৩১ জুলাই রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সাদি মহম্মদ, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, প্রখ্যাত আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত আবৃত্তিকার ড. নিমাই মÐল ও জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া। জি-সিরিজ থেকে প্রকাশিত এ অ্যালবামের মোড়ক উন্মোচনের পর মীরা মÐল স্বকণ্ঠে সবাইকে অ্যালবামের কয়েকটি গান সরাসরি গেয়ে শোনান। অ্যালবামটির যন্ত্রসংগীত, শব্দধারণ ও কণ্ঠধারণ করা হয়েছে কোলকাতায়। দুর্বাদল চট্টোপাধ্যায়-এর সঙ্গীতায়োজনে প্রকাশিত এ অ্যালবামে রয়েছে মোট ৯টি গান। গানগুলোর শিরোনাম হলো- তুমি কোন পথে যে এলে, কতবার ভেবেছিনু, বসন্ত তার গান লিখে যায়, আমার বিচার তুমি করো, সেই ভালো সেই ভালো, ও যে মানে না মানা, অনেক দিনের আমার যে গান, অনেক কথা বলেছিলেম এবং দিনশেষের রাঙা মুকুল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন