শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

একক নাটক কাম ব্যাক তমিশ্রা

প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : হাবিব জাকারিয়া উল্লাস রচিত ও অনন্য ইমন পরিচালিত একক নাটক কাম ব্যাক তমিশ্রা নির্মিত হয়েছে। এতে মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন তিশা ও নিশো। বাস্তব-অবাস্তব মেশানো এক রোম্যান্টিক গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। ঢাকার বাইরে ও উত্তরার বিভিন্ন স্পটে নাটকটির শুটিং হয়েছে। অনন্য ইমন বলেন, ‘একঘেয়ে বাস্তবতার বাইরে একটি বিনোদনমূলক গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। ভিন্নস্বাদের এই নাটক দর্শকদের মন কাড়বে বলে আমার বিশ্বাস’। গল্পে দেখা যায়, নিশো প্রায় বছরখানেক আগে অ্যাক্সিডেন্টে মৃত প্রেমিকা তমিশ্রার স্মৃতিঘোরে ডুবে আছে, বেঁচে থেকেও যেন সে মৃত। এমন সময় হঠাৎ তিশার আবির্ভাব, সে বলেÑআমিই তমিশ্রা। এটা কিভাবে সম্ভব! বাস্তব-অবাস্তবের উদ্ভট জটিলতায় পড়ে যায় নিশো। কারণ চেহারা, আচরণ-আবেগ, ফোন নম্বর, ফেসবুক একাউন্ট সব কিছু প্রমাণ করছে এটাই তমিশ্রা। কিন্তু নিশো মানতে রাজী নয়, সে বলে তমিশ্রা মৃত। অথচ সবাই বলছে এটাই তমিশ্রা। নাটকটি কোরবানির ঈদে প্রচার হবে বলে পরিচালক জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন