রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ওল্ড ট্র্যাফোর্ডে ব্রড রাজ

চালকের আসনে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ১২:০১ এএম

আগের দিন ব্যাট হাতে তুললেন ঝড়, দল পেল লড়াই করার পুঁজি। পরে বল হাতেও দ্যুতি ছড়ালেন স্টুয়ার্ট ব্রড। তৃতীয় দিনেই টেস্টের লাগাম নিজেদের হাতে তুলে নিয়েছে ইংল্যান্ড। গতকাল দিনের শুরু করতে নামা ওয়েস্ট ইন্ডিজের আশার বাতি ঘর জ্বালিয়ে রেখেছিলেন জেসন হোল্ডার। ব্রডের একটা বল লাইন মিস করে এলবিডব্লিউ হলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। এর পর এই ইংলিশ পেসার একে একে তুলে নিলেন রাহকীম কর্নওয়াল, কেমার রোচ, শেন ডারউইচকে। ১৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ১৯৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ১৭২ রানের লিড নিয়ে তৃতীয় দিনেই ম্যাচের চালকের আসনে বেশ ভালোমতো গেড়ে বসল ইংল্যান্ড। ৩১ রানে ৬ উইকেট ব্রডের।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লিড আরো ২৫ রান বাড়িয়ে নিয়েছে ইংল্যান্ড। রিপোর্টটি লেখা পর্যন্ত (১০ ওভার শেষে) কোনো অঘটন না ঘটিয়ে ব্যাট করছেন দুই ওপেনার ডম সিবলি (১০) ও ররি বার্নস (৮)। ওয়েস্ট ইন্ডিজের বিপদ আরও বাড়িয়ে ফিল্ডিংয়ে নেমে মাত্র দুই বল পরই উঠে এসেছেন হোল্ডার। অধিনায়কের চোটের তীব্রতা এখনো বোঝা যাচ্ছে না, তবে হোল্ডারের বোলিং দক্ষতা আর নেতৃত্ব ছাড়া ১-১ এ সমতায় থাকা তিন ম্যাচের সিরিজ হার এড়ানো কঠিন হবে উইন্ডিজের পক্ষে।

দিনের খেলা শেষ হতে তখনো প্রায় আধা ঘন্টা সময় বাকি। আলোকস্বল্পতায় খেলা বন্ধ ঘোষণা করলেন আম্পায়ার। বেজার মুখে মাঠ ছাড়ছিল ইংল্যান্ড দল। ওয়েস্ট ইন্ডিজ বাঁচল হাঁফ ছেড়ে। কেননা আগের দিনটা যেভাবে শেষ হয়েছিল, তাতে অবশ্য গতকাল ফলোঅন এড়াতে পেরেই খুশি হতো উইন্ডিজ। তবে তা আর হল কই! ১৩৭ রানে দিন শুরু করা সফরকারীদের ভরসা হয়ে সকালে দারুণ ব্যাট করছিলেন হোল্ডার ও ডাউরিচ। ফলোঅন যখন এড়িয়ে যাওয়ার খুব কাছাকাছি উইন্ডিজ তখনই হঠাৎ আউট হয়ে গিয়েছিলেন হোল্ডার। ৩৮ রানে থাকা হোল্ডারকে শর্ট লেগে ক্যাচ বানিয়েছিলেন ক্রিস ওকস। কিন্তু থার্ড আম্পায়ার জানালেন, সেটা নো বল ছিল! ৩৮ রানে থাকা হোল্ডার (৪৬) ফলোঅনের শঙ্কা কাটানোর ক্ষণিক পরই ফিরেছেন। অন্য প্রান্তে থাকা ডাউরিচ অন্য কোনো সতীর্থকে লম্বা সময়ের জন্য পেলেন না। শেষ পর্যন্ত চাপ কাটাতে বল আকাশে তুলে ব্রডের ষষ্ঠ শিকার হিসেবে বিদায় নিয়েছেন ডাউরিচ (৩৭)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন