শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মাছরাঙায় নব্বই দশকের জনপ্রিয় সিরিয়াল দ্য সোর্ড অফ টিপু সুলতান

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিজ দ্য সোর্ড অফ টিপু সুলতান আবারো দর্শক দেখতে পাবেন। বিটিভিতে প্রচারিত বিপুল জনপ্রিয় এই সিরিয়ালটি মাছরাঙা টেলিভিশনে আগামী ১২ আগস্ট থেকে প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ৯টায় প্রচার হবে। সঞ্জয় খান পরিচালিত এই সিরিজে নাম ভূমিকায়ও অভিনয় করেছেন তিনি নিজে। ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি এই সিরিজের শুটিংয়েই আগুন লেগে ৬২ জন কলাকুশলী মারা গিয়েছিলেন। সঞ্জয় খান নিজেও গুরুতর আহত হয়ে ১৩ মাস হাসপাতালে ছিলেন। তাকে ৭২টি সার্জারী করা হয়। মাছরাঙা টেলিভিশন সূত্রে জানা গেছে, দর্শকদের বিশেষ অনুরোধের প্রেক্ষিতেই তাদের স্মৃতি রোমন্থনের সুযোগ করে দেয়ার জন্য দ্য সোর্ড অফ টিপু সুলতান নতুন আঙ্গিকে প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মোঘল সা¤্রাজ্যের সূর্য যখন ডুবছিল, হিন্দুস্থান ছোট ছোট রাজ্যে ভাগ হয়ে গিয়েছিল। তখন সাত সমুদ্রের ওপার থেকে ইংরেজ ব্যবসাদারদের ইস্ট ইন্ডিয়া কোম্পানী সুযোগ বুঝে তাদের লোভের রক্তাক্ত ডানা হিন্দুস্থানের ওপর মেলে দিয়েছিল। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ইংরেজরা খুব গভীর চাল চালতে শুরু করেছিল। এই রাজনৈতিক চালের জালে জড়িয়ে একের পর এক রাজত্ব শেষ হতে শুরু করেছিল। যখন ইংরেজ ফৌজ আর সিপাহীদের অত্যাচার-অবিচারের আগুনের শিখা বাংলাদেশ, মাদ্রাজ, আবোধ আর নিজামের সীমানা ছাড়িয়ে মহীশূরের সীমানায় লেগে গেলো, তখন আগুনের এই ঝড়কে রুখতে একটা তলোয়াড় ঝলসে উঠলো। আর সেই তলোয়ার শের-ই-মহীশূর টিপু সুলতানের তলোয়ার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
মাসুদ ২৯ জানুয়ারি, ২০২১, ১২:৩২ পিএম says : 0
সর্বশেষ পর্বটি কতসালে প্রচারিত হয়েছিলো ?
Total Reply(0)
মাসুদ ২৯ জানুয়ারি, ২০২১, ১২:৩২ পিএম says : 0
সর্বশেষ পর্বটি কতসালে প্রচারিত হয়েছিলো ?
Total Reply(0)
মাসুদ রানা ২৮ নভেম্বর, ২০২১, ৮:২৮ পিএম says : 0
কত সালে শেষ পর্ব প্রচারিত হয়েছে
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন