শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অনাকাক্সিক্ষত সত্যের ১০০ পর্ব উপলক্ষে অনুষ্ঠান

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ডি এ তায়েবের পরিচালনায় আরটিভিতে ক্রাইম ফিক্শান নিয়ে সত্য গঠনার ছায়া অবলম্বনে ১০০ পর্বে পদার্পণ করছে ‘অনাকাক্সিক্ষত সত্য’। বাংলাদেশে এই প্রথম ১ ঘণ্টার ক্রাইম বিষয়ক কোন ধারাবাহিক নাটক ১০০ পর্বের মাইলফলক অতিক্রম করছে। ডিএ তায়েব জানান, অনাকাক্সিক্ষত সত্য ব্যতিক্রম ধর্মী একটি নাটক, যার প্রতিটি গল্প একটি পর্বে সমাপ্ত হয় বলে দর্শক অতি উৎসাহর সাথে উপভোগ করে। বাংলাদেশের প্রথম সারির প্রায় সব শিল্পীরাই এখানে অভিনয় করার জন্য আগ্রহী থাকেন। নাটকটি সব সময় টিআরপির অবস্থান ধরে রাখে। তিনি বলেন, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমানের সার্বিক সহোযগিতা ও অনুষ্ঠান প্রধান দৈয়ান শামসুর রকিবের তত্ত্বাবধানে আমরা আজ এই পর্যায়ে আসতে পেরেছি। সম্প্রতি ১০০ পর্ব পূর্তি উপলক্ষে বেঙ্গল স্টুডিও আরটিভিতে সিইও সৈয়দ আশিক রহমান এক নৈশভোজের আয়োজন করেন। এ সময়ে মিডিয়া অঙ্গনের এক ঝাক তারকা উপস্থিত ছিলেন। অনাকাক্সিক্ষত সত্য নাটকটির চিত্রনাট্য লিখছেন শ্রাবণী ফৈরদৌসী আর পর্ব পরিচালনা করছেন গুণী পরিচালক শুভ্র খান। প্রযোজনা করছেন- এস.জি প্রোডাকশন। সকল শিল্পী ও কলা কৌসুলীকে অনাকাক্সিক্ষত সত্য পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন