বিনোদন ডেস্ক : প্রায় এক বছর পর নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হচ্ছেন অভিনেত্রী ইশানা। শাহরিয়ার সাগরের স্ক্রিপ্টে এবং দিদারুল ইসলাম স¤্রাটের নির্দেশনায় একটি বহুজাতিক কোম্পানীর কুকওয়্যারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন। ৬ আগস্ট বিএফডিসিতে বিজ্ঞাপনটির শুটিং হবে। এতে ইশানার সঙ্গে মডেল হিসেবে থাকবেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান ও নবাগত চিত্রনায়ক শফি আলী খান। ইশানা বলেন, ‘বিজ্ঞাপনের কনসেপ্টটি আমার খুব ভালো লেগেছে। তাই কাজটি করছি। তাছাড়া এতে আমার খুব প্রিয় একজন শিল্পী দিলালা জামান ম্যাডাম আছেন। এটাও ভালো লাগার বিষয়। আমি কাজটি নিয়ে আশাবাদী।’ এদিকে ইশানা কুরবানী ঈদের জন্য একটি নাটক ও একটি টেলিফিল্মের কাজ শেষ করেছেন। একটি তারিক আল হারুনের ‘ফোকাল পয়েন্ট’ ও অন্যটি বিপুল রায়হানের টেলিফিল্ম ‘ময়নাগুড়ি টি স্টেট’। দুটিতে তার বিপরীতে আছেন তৌসিফ মাহবুব ও শাহেদ শরীফ খান। উল্লেখ্য, ইশানা প্রথম বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন শিপনের নির্দেশনায় ‘ফেয়ার এ্যান্ড লাভলী’র বিজ্ঞাপনে। এরপর তিনি গস্খামীণফোনের তিনটি বিজ্ঞাপনে মডেল হয়ে বেশ আলোচনায় আসেন। তার অন্যান্য বিজ্ঞাপন গুলো হচ্ছে ‘বাংলা লায়ন’, আর এফএল’র পণ্য, ‘ভিশন ফ্যান’, ‘সানসিল্ক শ্যাম্পু’ ইত্যাদি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন