করোনাভাইরাসের কারণে মাঝে প্রায় চার মাসের মতো বন্ধ ছিল সব ধরনের ফুটবল। লম্বা বিরতি শেষে বল ফের মাঠে গড়ালে অল্প সময়ে চ্যাম্পিয়ন্স লিগ শেষ করতে আমূল বদলে দেওয়া হয় এ লিগের ধরন। বিশ্বকাপের মতো এক লেগে হবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের লড়াই। আর এক লেগের ম্যাচ বলে যে কোনো কিছুই হতে পারে বলে মনে করেন ফুটবল ক্লাব বার্সেলোনার অন্যতম সেরা খেলোয়াড় লুইস সুয়ারেজ।
চলতি মৌসুমে যেন রীতিমতো উড়ছে বায়ার্ন মিউনিখ। গ্রুপ পর্বে সর্বাধিক ২৩টি গোল দিয়েছে তারা। দ্বিতীয় রাউন্ডে এসেও একই ছন্দে খেলছে দলটি। ইংলিশ জায়ান্ট চেলসিকে ৭-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে তারা। তারপরও এক লেগের ম্যাচে দুই দলেরই সমান সুযোগ রয়েছে বলে জানালেন সুয়ারেজ, 'সিঙ্গেল ম্যাচে দুই দলেরই সমান সুযোগ থাকে। এটা ৫০-৫০। বায়ার্ন দারুণ একটা দল। তাদের বিপক্ষে এক লেগের ম্যাচে যে কোনো কিছুই হতে পারে। তারা এ আসর জয়ের অন্যতম একটা প্রার্থী, যেমনটা আমরাও। ৯০ মিনিটে ১১ জনের বিপক্ষে ১১ জনের লড়াই হবে।’ অথচ শেষ ষোলোতে নিজেদের প্রতিপক্ষ নাপোলিকেই হারাতে ঘাম ছুটে গেছে বার্সেলোনার। প্রথম লেগে ড্র করার পর আগের দিন ৩-১ ম্যাচে জিতলেও ম্যাচের শেষ দিকে একক প্রাধান্য ছিল ইতালিয়ান ক্লাবটির। তারপরও এ জয়কে স্বস্তির বলছেন সুয়ারেজ, 'এটা আমরা সকলে প্রত্যাশা করছিলাম। গত দুই সপ্তাহে প্রতিপক্ষের (নাপোলির) সঙ্গে লড়তে আমরা সত্যিই ভালো প্রস্তুতি নিয়েছি। কারণ আমরা প্রথম লেগে দেখেছি কতোটা কঠিন লড়াই হয়েছিল। তবে মূল কথা হচ্ছে যে আমরা পরের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করতে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছি।'
প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারার কারণও ব্যাখ্যা করেছেন এ উরুগুইয়ান ফরোয়ার্ড, 'ম্যাচ যতো বেড়েছে আমরা ততো বেশি সুযোগ তৈরি করেছি এবং আমরা ৩-০ গোলে এগিয়েই যাই। আমার মনে হয়, যখন তারা ব্যবধান ৩-১ করে তখন আমাদের কিছু চিন্তা করার ছিল। তাই তারা দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেছে এবং আমাদের চাপে রেখেছে। তবে আমরা ম্যাচটা ইতিবাচকভাবেই নিয়ন্ত্রণ করতে পেরেছি।'
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন