শেররপুর-ঢাকা মহাসড়কের তেতুলতলা নামক স্থানে আজ দুপুরে সোনার বাংলা বাস সার্ভিসের ঢাকাগামীী একটি বাস চাপায় মোস্তাক নামক এক ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে।
ঘটনার সময় মোস্তাক ভ্যানে করে ডাব বিক্রি করছিল। পরের বিক্ষুব্ধ জনতা ঢাকা-শেরপুর মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে। পুলিশ গিয়ে ঘটটনার বিচারের আশক্ষাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
দিকে ঘাতক বাসটি নকলা থানা পুলিশ আটক ককরেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন