শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির মাসব্যাপী আয়োজন

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাসব্যাপী শ্রদ্ধাঞ্জলি ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালায় রয়েছে ১-৩১ আগস্ট বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা ও গল্পের উপর ভিত্তি করে একাডেমির জাতীয় চিত্রশালার ৩নং গ্যালারিতে বরেণ্য শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী বিরেন সোম, আহমেদ সামসুদ্দোহা, শেখ আফজাল, শাহজাহান আহমেদ বিকাশ, মো. আলপ্তগীন, মো. কামাল উদ্দিন, ময়াজ উদ্দিন, আবুল কালাম আজাদ, মাকসুদুল আহসানসহ ১৪৮ জন শিল্পীর ১৫০টি চিত্রকর্ম। এরমধ্যে রয়েছে শিল্পী প্রদ্যুৎ কুমার দাসের ১টি ভাস্কর্য শিল্প। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়াও ৫-৩১ আগস্ট জাতীয় চিত্রশালার ২নং গ্যালারিতে বঙ্গবন্ধুর উপর শিশুদের অংকিত চিত্রকর্ম প্রদর্শনী, ৪নং গ্যালারিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনী, ১-১২ আগস্ট ৪৯০টি উপজেলা ও ৬৪ জেলায় এবং ঢাকা মহানগরীতে ১২ আগস্ট শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, ১১-১৪ আগস্ট একাডেমি প্রাঙ্গণে ফকির লালন সাঁইজির ঘরানার ভাবশিষ্যদের ভাবগীত পরিবেশনায় ১১ আগস্ট বাউল শিল্পীদের রেজিস্ট্রেশন, মহড়া, গুরুকর্ম এবং সংগীতানুষ্ঠান ‘আয়না মহল’ ১২ আগস্ট সেমিনার, সংগীতানুষ্ঠান ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ ১৩ আগস্ট বাউল সংগীত কর্মশালার উদ্বোধন এবং সংগীতানুষ্ঠান ‘সত্য বল সুপথে চল’ ১৪ আগস্ট একাডেমি থেকে কেন্দ্রীয় শহিদ মিনার- মানবতার গান গেয়ে র‌্যালি, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান, শিশুদের অংকিত চিত্রকর্ম ও বরেণ্য শিল্পীদের চিত্রকর্ম নিয়ে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় প্রদর্শনী ইত্যাদি নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন