পানামায় আকস্মিক বন্যায় ঘর ভেসে গেলে একই পরিবারের ১১ জনের প্রাণহানি ঘটে। এ সময়ে তারা ঘুমিয়ে ছিল।পানামা সিটির কর্মকর্তারা এ খবর জানান।–বাসস
জাতীয় বেসামরিক সুরক্ষা সেবা প্রধান কার্লোস রাম্বো বলেন, এদের মধ্যে ৯ শিশু রয়েছে। পানামার পশ্চিমাঞ্চলে ভেরাগুয়াস প্রদেশে রোববার বেজুকো নদীর পানি আকস্মিক বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ সময়ে আরো দু’জন নিখোঁজ হয়। দেশটির প্রেসিডেন্ট লরেন্তিনো কর্টিজো এক টুইট বার্তায় এ ঘটনার জন্যে শোক প্রকাশ করেছেন।
মন্তব্য করুন