শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রামে ব্যাপক কর্মসূচি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবসে চট্টগ্রামে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, কলো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিল, কাঙ্গালিভোজ।
স্কুলগুলোতে অনলাইনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন শোক দিবসে জাতীয় পতাকাসহ কর্পোরেশন পতাকা অর্ধনমিতকরণ এবং কালো ব্যাজ ধারণ, নগরভবন প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, খতমে কোরআন, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত, এতিম সমাবেশ, তাবারুক বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে।
এছাড়া বৃক্ষরোপন, দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন রয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন