শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জিমি ফ্যালন ২০১৭’র গোল্ডেন গেøাবস উপস্থাপনা করবেন

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

টক শো উপস্থাপক এবং কৌতুকাভিনেতা জিমি ফ্যালন ২০১৭’র গোল্ডেন গেøাব অ্যাওয়ার্ডস অনুষ্ঠান উপস্থাপনা করবেন বলে চ‚ড়ান্ত হয়েছে।
৪১ বছর বয়সী তারকাটি ৭৪তম গোল্ডেন গেøাব উপস্থাপনার জন্য নির্বাচিত হতে পেরে উচ্ছ¡াস প্রকাশ করছেন এবং তিনি ‘গেøাবকে আবার সোনালী’ করার প্রতিশ্রæতি দিয়েছেন।
এনবিসি এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান রবার্ট গ্রিনবø্যাট বলেছেন, “আমরা সন্ধ্যাটি স্মরণীয় করে রাখার জন্য আমরা সবচেয়ে যোগ্য উপস্থাপক পেয়েছি আর তিনি হলেন জিমি ফ্যালন। আমি জানি তিনি তার অনন্য প্রাণশক্তি আর উপস্থিতবুদ্ধি অনুষ্ঠানটিতে যোগ করবেন। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন তাকে পেয়ে রোমাঞ্চিত আমরাও তাই।”
‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’ উপস্থাপকটি এর আগে ২০১০ সালে প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করেছিলেন।
রিকি জার্ভেস এই বছরের গোল্ডেন গেøাবস উপস্থাপনা করেছেন। ২০১০ থেকে ২০১২ পর্যন্তও তিনি অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন।
আগামী গোল্ডেন গেøাবস অনুষ্ঠিত হবে ২০১৭’র ৮ জানুয়ারি। প্রচারিত হবে এনবিসিতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন