শিশুশিল্পী রুহানা খান্না অ্যান্ডটিভির ‘গঙ্গা’ ছোট গঙ্গার ভ‚মিকায় অভিনয় করে ব্যাপক খ্যাতি পেয়েছিল। এক সময় কাহিনীর কাল এক প্রজন্ম এগিয়ে নেয়া হলে তাকে বিদায় নিতে হয়। এখন আরেক পরিবর্তিত পরিস্থিতিতে তাকে আবার সিরিয়ালটিতে দেখা যাবে।
রুহানা বিদায় নেবার পর বয়ঃপ্রাপ্ত গঙ্গা হিসেবে তার জায়গা নেন অদিতি শর্মা। এবার তাকে সেই পরিণত গঙ্গার কন্যার ভ‚মিকায় দেখা যাবে।
বলার অপেক্ষা রাখে না ‘গঙ্গা’ সিরিয়ালটির কাল আরও এক প্রজন্ম এগিয়ে নেয়া হচ্ছে। আর তাতেই আদৃত অভিনেত্রীটির ফেরার সুযোগ সৃষ্টি হয়।
এরমধ্যে পরিণত বয়সের গঙ্গার শৈশব দেখাবার জন্য রুহানা বেশ কয়েকবার সিরিয়ালটিতে হাজির হয়েছেন। তবে এবার তাকে একেবারে নতুন একটি ভ‚মিকায় দেখা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন