বাসা ভাড়াসহ গণপরিবহণের বর্ধিত ভাড়া কমানোর দাবি জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশবাসীর আপত্তি সত্বেও সরকার করোনার অযুহাতে অযৌক্তিকভাবে বাস ভাড়া ৬০% বৃদ্ধি করেছিলো। কিন্তু এখন বাসে যাত্রীদের জন্য ন্যূনতম স্বাস্থ্যবিধি প্রতিপালনের কোন ব্যবস্থা নেই। অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে। অনেক সময় দাঁড়িয়েও যাত্রী পরিবহন করা হচ্ছে। এ অবস্থায়ও ৬০% অতিরিক্ত বাস ভাড়া আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও জনগনের উপর জুলুম। একই পরিবারের যাত্রীদেরও ছাড় দেয়া হচ্ছে না। পৃথিবীর দুইশতাধিক রাষ্ট্রে করোনভাইরাস সংক্রমণ হয়েছে কিন্তু কোন দেশে গণপরিবহন বা বাস ভাড়া বৃদ্ধির নজির নেই। অথচ বাংলাদেশে জনগণের কাছ থেকে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন