ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় আর দক্ষ অভিনেত্রী স্টার প্লাসের একটি নতুন সিরিয়ালে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অভিনেত্রীটিকে শেষ দেখা গেছে লাইফ ওকে চ্যানেলের ‘পিয়া রাঙরেজ’ সিরিয়ালে।
একই শোতে অভিনয় করবেন ‘সুহানে লাড়াকপান কে’ সিরিয়ালের জন্য খ্যাত মহিমা মাকোয়ানা।
উপরোল্লিখিত সিরিয়ালটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে বলে জানা গেছে, এখনও এর শুটিং শুরু হয়নি।
একটি প্রায় নতুন প্রডাকশন হাউসের তত্ত¡াবধানে সিরিয়ালটি নির্মিত হবে বলে প্রতিবেদন থেকে জানা যায়। মূল সিরিয়ালের কাজ শুরু করার আগে তারা একটি পাইলট (পরীক্ষামূলক) পর্ব নির্মাণ করবে। রাজেশ সিং এবং অমিত সিং এই সিরিয়ালটি পরিচালনা করবেন।
নারায়ণী আসন্ন সিরিয়ালটি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
সিরিয়ালটি টিভির আরও কিছু প্রথম সারির শিল্পীর নাম যোগ হবে বলে জানা গেছে।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন