অভিনেত্রী নির্মাতা পূজা ভাট তার আদি রসাত্মক সিরিজ ‘জিসম’-এর তৃতীয় পর্বের জন্য কাস্টিং শুরু করেছেন।
পূজা টুইট করেছেন : “আমার ‘জিসম টু’ চলচ্চিত্রটি মুক্তি পাবার চার বছর পর আমি ‘জিসম থ্রি’র কাস্টিং শুরু করেছি। ভারতের নতুন কল্পনার কেন্দ্রে কে থাকবে তা জানাবার জন্য আমার তর সইছে না! কঠিন কাজ, তাই নয় কি?”
গত বুধবার ছিল ‘জিসম টু’ মুক্তির চতুর্থ বার্ষিকী। ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় পর্নো তারকা সানি লিয়নির অভিষেক হয়েছিল ‘জিসম টু’ চলচ্চিত্রটি দিয়ে। এতে আরও অভিনয় করেছিলেন রণদীপ হুদা এবং অরুণোদয় সিং।
কাস্টিংয়ের সূচনায় পূজা তার কুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও টুইট করেন : “চার বছর কাটল ‘জিসম টু’ মুক্তির পর... আমার কুশলীদের ধন্যবাদ! রণদীপ হুদা, সানি লিয়নি আর অরুণোদয় সিংকে নিয়ে ‘হেই ভাল্লা’ গানটির জন্য বিশেষ করে।”
পূজা ভাট জানিয়েছেন সিরিজের তৃতীয় পর্বটি আগেরগুলো থেকেই সাহসী হবে।
বিপাশা বসু আর জন এব্রাহামের অভিনয়ে ২০০৩ সালে প্রথম পর্বটি মুক্তি পায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন