বিনোদন ডেস্ক : বাংলাদেশের গানের মিউজিক ভিডিওতে মডেল হলেন মালয়েশিয়ার মডেল ওয়ানী। গানের শিরোনাম ‘গিটার’। গানটি গেয়েছেন তরুণ সঙ্গীতশিল্পী মিরাজ খান। গানের কথা ও সুর তার নিজের। গানটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকা। গানের সংগীতায়োজন করেছেন শামীম। ভিডিওচিত্র আয়োজন করেছেন এমরান, অরিন্দম (আরিফ)ও লিমন (মালয়েশিয়া)। সম্প্রতি মালোয়েশিয়ার পুলিশ হেডকোর্য়াটারসহ মনোরম লোকেশনে গানটির চিত্রধারণ করা হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। গানটি মিরাজের একক অ্যালবামে স্থান পাবে। ইতোমধ্যে একই অ্যালবামের ‘ভালোতো লাগে না কিছুই’ গানটি বিভিন্ন চ্যানেলসহ ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন