শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মানুষ ও জীবনের গল্প নিয়ে মেহেদী হাসানের গ্রন্থ

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নিজস্ব বিষয়বস্তু ও নিজের জীবনবোধ নিয়ে লেখক মেহেদী হাসান সাহিত্য চর্চা শুরু করেন। ছোট বেলা থেকে ময়ময়নসিংহ শহরের একটি সাহিত্য ও সাংস্কৃতিক পরিমÐলে বেড়ে উঠেছেন তিনি। স্কুল-কলেজের গতানুগতিক লেখাপড়ার চেয়ে জীবন থেকে শিক্ষা নিতে বেশি আগ্রহী তিনি। ফলে তার লেখায় জীবনের বিভিন্ন বিষয়ের চিত্র সুচারুভাবে ফুটে উঠে। একজন সার্টিফাইড হিসাব রক্ষক হিসেবে যুক্তরাজ্যে বসবাস করলেও বাংলাদেশের মানুষ ও জীবনের কথা তার লেখার অন্যতম বিষয়বস্তু। এ নিয়ে নিয়মিত লেখালেখি করে যাচ্ছেন। তার লেখায় খুঁজে পাওয়া যায় প্রতিবাদী, সুখ, বিচ্ছেদ, বিরহ, বেদনা এবং নতুন প্রজন্মের মুক্ত জীবনবোধ ও জীবিকার দর্শন। তার জীবনভিত্তিক প্রবন্ধ গ্রন্থ ‘হন্যে মনে’ গত একুশে বইমেলায় প্রকাশের পর বেশ সাড়া জাগায়। সাহিত্য মহলেও আলোচিত হন। ইতোমধ্যে আগামী বই মেলায় প্রকাশের জন্য নতুন একটি উপন্যাস লেখায় হাত দিয়েছেন। তার নতুন এই উপন্যাসের নাম ‘মন ফড়িং’। তিনি মনে করছেন, উপন্যাসটি পাঠক ও সাহিত্য মহলে সমাদৃত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন