শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আট বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন ওয়ারফেজের মিজান

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ-এর এক সময়ের প্রধান ভোকাল মিজান দীর্ঘ বিরতির পর সঙ্গীত জগতে ফিরছেন। ব্যক্তিগত কারণে এখন তিনি এই দলের সঙ্গে না থাকলেও সঙ্গীতাঙ্গণে তার বিচরণ রয়েছে। প্রায় আট বছর পর ফিরছেন একক অ্যালবামে। আসছে ঈদে সিএমভির ব্যানারে তার একক অ্যালবাম ‘অন্য গ্রহের মানুষ’ প্রকাশিত হবে। এরই মধ্যে রেকর্ড শেষ করেছেন গানের। সবগুলো গানের কথা-সুর করেছেন আহমেদ রাজীব। সংগীতায়োজন করেছেন মীর মাসুম ও আমজাদ হোসাইন। এতে একটি গানে মিজানের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি আইডল-এর অন্যতম প্রতিযোগী আঁচল। বিরতি শেষে একক অ্যালবামে ফেরা প্রসঙ্গে মিজান বলেন, ‘অনেকদিন পর আবারও আমার একক অ্যালবাম আসছে। আমি রোমাঞ্চিত। গানগুলো করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। প্রিয় ছোট ভাই আহমেদ রাজীবের গানের সঙ্গে পরিচয় ও ভালো লাগাটা অনেক দিনের, তাই তার কথা-সুরে গানগুলো করে খুবই আনন্দ পেয়েছি। আমার বিশ্বাস, একদম অন্য ধাঁচের এই গানগুলো সবার মন ছুঁয়ে যাবে। কৃতজ্ঞতা প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র কাছেও।’ অ্যালবামটির আয়োজক-গীতিকার-সুরকার আহমেদ রাজীব বলেন, ‘মিজান ভাই নিঃসন্দেহে আন্তর্জাতিক মানের রক গায়ক। তার সঙ্গে কাজ করতে পারা সম্মানের ও দুর্দান্ত এক অভিজ্ঞতা। সিএমভি’র পাপ্পু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, এমন দারুণ একটা কাজের দায়িত্ব আমাকে দেয়ার জন্য। এই সময়ে এমন একটা অ্যালবাম করার সাহসী উদ্যোগ নিঃসন্দেহে তার সুরুচি এবং ভালো গানের প্রতি ভালবাসার কথাই প্রমাণ করে।’ রক ব্যালাড, হার্ড রক ঘরানার গান দিয়ে সাজানো অ্যালবামটির গানের শিরোনাম এমন অন্য গ্রহের মানুষ, বিষাদ সিন্ধু, শুভংকরের ফাঁকি, বলো কী করে (দ্বৈত) প্রভৃতি। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি সূত্র জানিয়েছে, কোরবানির ঈদ উপলক্ষে সিডি’র পাশাপাশি বিশেষ এই অ্যালবামটি ডিজিট্যালি প্রকাশ পাচ্ছে জিপি মিউজিক-এর এক্সক্লুসিভ বিভাগেও। তৈরি হচ্ছে একটি গানের ব্যয়বহুল মিউজিক ভিডিও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন