নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও একজন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১৩২ জন। নিহত নারী (৫৫) সিটি কর্পোরেশন এলাকার ২৩নং ওয়ার্ডে বাসিন্দা। এদিকে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৬ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩০০ জন।
বুধবার (২৬ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৪ জন, সদরে ৫ জন, আড়াইহাজারে ৩, সোনারগাঁয়ে ২ জন ও রূপগঞ্জে ২ জন আক্রান্ত হয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭০ জন ও আক্রান্ত ২ হাজার ২২৫ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৩ জন ও আক্রান্ত ১ হাজার ৪৫৬ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৬৭ ও মারা গেছেন ৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৫৮৫ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫৫৩ ও মারা গেছেন ২১ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১১ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৪ জন।
জেলায় এই পর্যন্ত মোট ৩৬ হাজার ৭৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮৭ জনের।
করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৫ হাজার ৯৪২ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ৬৬ জন, সদর উপজেলার ১ হাজার ৩৭৭ জন, রূপগঞ্জের ১ হাজার ১৭৪ জন, আড়াইহাজারের ৫৫৯ জন, বন্দরের ২৪৮ ও সোনারগাঁয়ের ৫১৮ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন