শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফুলপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফুলপুর(ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ৪:৪৯ পিএম

ময়মনসিংহ ফুলপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শুক্রবার দুপুরে শানজিদা খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বড়শুনই (হরিরামপুর) গ্রামের মো.শহীদ মিয়ার কণ্যা।

জানা যায়, মো.শহীদ মিয়ার শিশু কণ্যা শানজিদা খাতুন (৭) কয়েকজনকে নিয়ে শুক্রবার দুপুরে বাড়ির পাশে বিলে মাছ ধরতে যায়। বিল থেকে মাছ ধরে এসে পাশে পুকুরে গোসল করতে নামে। এসময় সাথে থাকা অন্যরা পুকুর পাড়ে দাড়িয়ে ছিল। শানজিদা খাতুন পুকুরের পানিতে ডুব দিয়ে আর উপরে উঠেনি। তার কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে ছোট ভাই তাসিফ (৫) তার বাবাকে ডেকে বলে,আব্বা আপা পানিতে ডুব দিছে। সাথে সাথে তার বাবা এসে পুকুরে নেমে পানির নিচ থেকে শানজিদাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে দায়িত্বরত চিকিৎসক শানজিদাকে মৃত ঘোষণা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন