বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর বড় পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় নায়ক রুবেল। নানা কারণে এই লড়াকু খ্যাত এই নায়ক কয়েক বছর ধরে সিনেমায় অনুপস্থিত। অবশেষে তার অভিনীত নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২৬ আগস্ট তার অভিনীত ‘পৃথিবীর মায়া’ নামের একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন শেখ শামিম। এ সিনেমায় এক প্রতিশোধ পরায়ন ব্যক্তির ভূমিকায় অভিনয় করবেন রুবেল। এতে দেখা যাবে, এক ধর্ষিতার ঘরে জন্ম হয় তার। বড় হওয়ার পর তার মায়ের ঘটনাটির কথা জানতে পারে। তারপর থেকেই প্রতিশোধ নিতে ধর্ষককে খুঁজতে মরিয়া হয়ে ওঠেন তিনি। সিনেমাটির শুটিং হয়েছে কুমিল্লার কোটবাড়ি এলাকায়। রুবেল জানান, দীর্ঘদিন পর পর্দায় ফিরছি। সিনেমাটির গল্প খুব সুন্দর। আর আমার ভক্তদের ভালো লাগবে বলে আশা করছি। এতে আরো অভিনয় করছেন রাশেদ মোর্শেদ, সানজানা, রাবিনা বৃষ্টি, রেহানা জলি, সিরাজ হায়দার প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন