বিনোদন ডেস্ক : তৃতীয় একক অ্যালবামের কাজ শুরু করেছেন সঙ্গীতশিল্পী সাবরিন। আগের দুটি অ্যালবাম একটু তাড়াহুড়া করে করা হলেও এবার সময় নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে চারটি গানের কাজ শেষ করেছেন। চারটি গানের সুর সঙ্গীতায়োজন করেছেন রাকিব মোসাব্বির, বেলাল খান, শাহরিয়াদ বেলাল ও অপু। চলতি মাসেই আরো একটি নতুন গানের কাজ শেষ করবেন। গানটির সুর সঙ্গীতায়োজনের কাজ চলছে। যে চারটি গান এরই মধ্যে শেষ হয়েছে সে গানগুলো লিখেছেন রেজাউর রহমান রিজভী, এ মিজান, অপু। আশা করা হচ্ছে, ডিসেম্বরের মধ্যেই সাবরিন তার নতুন একক অ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দিতে পারবেন। সাবরিন বলেন, ‘এখন আমার সব ভাবনা শুধু তৃতীয় একক অ্যালবাম নিয়ে। একটু একটু করে অ্যালবামের কাজ গুছিয়ে এনেছি। আল্লাহর রহমতে বাকি গানগুলোও বেশ ভালোভাবে শেষ হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন