বিনোদন ডেস্ক : দেশ টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘দ্য কর্পোরেট’। কর্পোরেট প্রতিষ্ঠানের বৈচিত্র্যময় কর্মকাÐ নিয়ে নতুন এ ধারাবাহিকটি নির্মাণ করা হয়েছে। রচনা ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। নাটকটির প্রযোজনায় রয়েছে পিআর প্রোডাকশন। প্রতি শনি, রবি ও সোমবার রাত ১০টা ৩০ মিনিটে নাটকটি প্রচার হবে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, প্রভা, হিল্লোল, মৌটুসি বিশ্বাস, তুষার মাহমুদ, রাশেদ মামুন অপু, সমাপ্তি মাসুক, মাসুদা বিজলি, নাফিসা চৌধুরী নাফা, ডায়না, উর্মিলা, মোস্তাফিজ শাহীন প্রমুখ। ‘দ্যা কর্পোরেট’-এর প্রিমিয়ার শো উপলক্ষে শনিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পিআর প্রোডাকশনের প্রধান মাসুদুজ্জামান, প্রাণ-আরএফএল গ্রæপের মিডিয়া প্রধান সুজন মাহমুদ, দেশ টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান ও আলভী আহমেদ উপস্থিত ছিলেন। মাসুদুজ্জামান জানান, পিআর প্রোডাকশন দর্শকদের সব সময় মানসম্মত নাটক উপহার দেয়ার চেষ্টা করে। কর্পোরেটে দেখা যাবে, বিজ্ঞাপনী সংস্থা সিগনেচারের কর্ণধার নুসরাতের (প্রভা) সাথে সিক্স হর্স গ্রæপের কর্ণধার আদনানের (শহীদুজ্জামান সেলিম) আধো আধো প্রেমের গুঞ্জন রয়েছে। এদিকে বিজ্ঞাপনী সংস্থা রেইনবোর কর্ণধার রাজীব (হিল্লোল) খুবই চতুর। সে নানা উপায়ে আদনানকে সন্তুষ্ট রাখতে চায়। আদনানকে সন্তুষ্ট রাখতে রাজীব এবং নুসরাতের দ্বান্দি¦ক সর্ম্পক নিয়েই এগিয়েছে ‘দ্য কর্পোরেট’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন