শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ডিসেম্বরে মুক্তি পাবে ‘দ্য গডফাদার থ্রি’র নতুন সংস্করণ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

প্যারামাউন্ট পিকচার্স ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘দ্য গডফাদার থ্রি’র নতুন সংস্করণ মুক্তি দিতে যাচ্ছে সামনের ডিসেম্বরে সিনেমা থিয়েটারে। বলাই বাহুল্য প্রথম দুই পর্বকে যেমন চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হিসেবে গণ্য করা হয় ফ্র্যাঞ্চাইজের তৃতীয়টি কিন্তু প্রশংসার চেয়ে বেশি সমালোচনাই পেয়েছে। তাই সিরিজের মান রাখতে নতুন করে সম্পাদনা ও রিস্টোর করে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে। ভ্যারাইটি জানিয়েছে নতুন ‘দ্য গডফাদার থ্রি’র যবনিকা হবে ভিন্ন ভাবে আর থিয়েটারের পরপরই ডিজিটাল, ব্লু-রে আর ডিভিডিতে ফিল।মটি ছাড়া হবে। ফিল।মের নামও হবে ভিন্ন : ‘মারিও পুজো’স দ্য গডফাদার কোডা : দ্য ডেথ অফ মাইকেল কর্লিয়ন’ নতুন এই সংস্করণে পরিচালক কপোলা এবং লেখক পুজোর সিদ্ধান্ত প্রতিফলিত হয়েছে বলে জানা গেছে। প্যারামাউন্ট আর্কাইভসের প্রেসিডেন্ট আন্ড্রেয়া কালাস বলেছেন, “মি. কপোলা সম্পাদনা ও রিস্টোরেশনের কাজ পুরো তদারকি করেছেন। চলচ্চিত্রের সামগ্রিক মানের সঙ্গে তিনি পরিচালক হিসেবে তার ব্যক্তিগত মানও নিশ্চিত করেছেন।” ‘দ্য গডফাদার পার্ট থ্রি’ ফিল।মটি ‘দ্য গডফাদার পার্ট টু’র ১৬ বছর পর মুক্তি পায়। চলচ্চিত্রটিতে মাইকেল কর্লিয়নের অপরাধ থেকে সরে আসার চেষ্টাকে তুলে ধরা হয়। চলচ্চিত্রটি সাতটি অস্কার মনোনয়ন লাভ করে। অভিনয় করেছেন- আল পাচিনো, সোফিয়া কপোলা, অ্যান্ডি গার্সিয়া, ডায়েন কিটন এবং অন্যরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন