দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থার আগের থেকে কিছুটা উন্নতি হওয়ায় সোমবার বিকেলে এইচডিইউতে নেয়া হয়।
তার মেডিকেল বোর্ডের প্রধান নিউরোট্রমার বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার জাহেদ হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইউএনও ওয়াহিদা খানমের অবস্থা স্থিতিশীল, তিনি ভালোই আছেন। নতুন করে খারাপ কিছু হয়নি। তবে শরীরের ডানপাশের এখনও কোনো উন্নতি হয়নি। এজন্য ফিজিওথেরাপি দেয়া হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন