ঘোড়াঘাটের ইউ এন ও ওয়াহিদা খানম ও তার পিতাকে হত্যাচেষ্টা মামলার আসামি মালি রবিউলক কড়া নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে আজ আদালতে হাজির করা হয়েছে। গণমাধ্যমকর্মীদের চোখকে ফাঁকি দিয়ে সকাল দশটার দিকে তাকে আদালতে হাজির করা হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং রবিউলের ভাইদের অভিযোগ এর আগে ছয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করার সময় সে সুস্থ ছিল আজ তাকে একেবারে মুমূর্ষ অবস্থায় দেখা গেছে। রবিউল কে আনার পর থেকেই আদালত ভবনের মূল গেটে গোয়েন্দা পুলিশ পুলিশের অন্যান্য সদস্যরা সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে। এসময় আদালত প্রাঙ্গণে আশ বিচারপ্রার্থীদের বেছে বেছে প্রবেশ করতে দেওয়া হয়।রবিউল কে সরাসরি দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের খাসকামরায় নেওয়া হয় বলে জানা গেছে। অনুমান করা হচ্ছে বিধি মোতাবেক চিন্তা করার সময় দিয়ে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি জাকুর্ড করা হতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন