বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পকে দস্যু এবং বর্ণবাদী বললেন সাবেক আইনজীবী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

ডোনাল্ড ট্রাম্প একজন দস্যুর মতো আচরণ করেন এবং সব কৃষ্ণাঙ্গ সম্পর্কে তার বাজে ধারণা রয়েছে বলে অভিযোগ করলেন মার্কিন প্রেসিডেন্টের সাবেক আইনজীবী মাইকেল কোহেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় অবৈধ আর্থিক লেনদেনসহ একাধিক অপরাধের কারণে কারাভোগ করছেন কোহেন। কারাগারে বসে মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে লেখা ‘ডিজলয়্যাল: এ মেমোয়ার’ বইয়ে এসব অভিযোগ করেছেন তিনি। কোহেনের দাবি, বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা ও স্প্যানিশ জনগোষ্ঠী নিয়েও বর্ণবাদী মন্তব্য করেছেন ট্রাম্প। হোয়াইট হাউজ বলেছে, কোহেন মিথ্যা কথা বলছেন। হোয়াইট হাউজের বার্তা প্রধান কেইলেইঘ ম্যাকএনানি এক বিবৃতিতে বলেছিলেন, ‘কোহেন একজন অসম্মানিত অপরাধী এবং বহিষ্কৃত আইনজীবী, যিনি কংগ্রেসকে মিথ্যা বলেছিলেন। সব বিশ্বাসযোগ্যতা তিনি হারিয়েছেন এবং মিথ্যার আশ্রয় নেওয়ার প্রচেষ্টার আশ্চর্যের কিছু নয়।’ কোহেন তার বইয়ে অভিযোগ করেছেন, ট্রাম্পও তার মতো একই দোষে দোষী। মার্কিন প্রেসিডেন্টকে তিনি ‘একজন প্রতারক, মিথ্যুক, জালিয়াতি, বর্ণবাদী ও দস্যু’ বলেছেন। তার বইয়ের কিছু অংশ প্রকাশ করেছে একাধিক মার্কিন সংবাদমাধ্যম। কর ফাঁকি, ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য ও নির্বাচনী প্রচারণায় অর্থ দিয়ে দুই পর্ন তারকার মুখ বন্ধ রাখার অপরাধে ২০১৮ সালে তিন বছরের কারাদÐ পান কোহেন। ট্রাম্পের প্রতি তার এতটাই সমর্থন ছিল যে একবার তিনি বলেছিলেন, ট্রাম্পকে রক্ষায় গুলির সামনে বুক পেতে দেবেন। বিজনেস ইনসাইডার।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন