বিনোদন ডেস্ক : এই প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী লুইপার একক অ্যালবাম ‘ছায়াবাজি’ শ্রোতাদের মন কেড়েছে। অ্যালবামের ‘ঘুরে ফিরে ফিরে ঘুরে আমি তোমার কাছে ছুটে আসি’ গানটির মিউজিক ভিডিও ইউটিউবে বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এদিকে সম্প্রতি একটি সিনেমায় প্লেব্যাকে কণ্ঠ দিয়েছেন লুইপা। ছটকু আহমেদ’র ‘দলিল’ সিনেমার ‘মরদ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। এ মিজানের লেখা এ গানে তার সহশিল্পী রাজীব। গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির সুর করেছেন সালেহ এবং সঙ্গীতায়োজন করেছেন আল আমিন। লুইপা বলেন, ‘জীবনে প্রথম প্লেব্যাক করি আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের কথা, সুর সঙ্গীতে। এটা আমার জন্য অনেক সৌভাগ্যেরই বিষয় ছিল। এরপর আরেকটি সিনেমায় প্লেব্যাক করি। ছটকু স্যারের সিনেমার জন্য একটি টিজিং সং-এ কণ্ঠ দিলাম। গানটির কথায় যেমন নতুনত্ব আছে, তেমনি সুর সঙ্গীতও আমার কাছে বেশ ভালো লেগেছে। এদিকে একটি স্যাটেলাইট চ্যানেলে লুইপা চলতি মাস থেকে আবারো উপস্থাপনা শুরু করেছেন। তার নতুন এই অনুষ্ঠানের নাম ‘সুরে সুরে গানে গানে’। এর আগে ‘সেরাকণ্ঠ’ তারকা লুইপা চ্যানেল আই’র ‘গানে গানে সকাল শুরু’ এবং ‘আহ্বান’ অনুষ্ঠানের উপস্থাপনা করতেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন