বিনোদন ডেস্ক : চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী জাকিয়া বারী মম জুটির প্রথম সিনেমা ‘ভালোবেসে তোর হবো’র শূটিং শুরু হয়েছে। বান্দরবানে এর টাইটেল গানের কিছু অংশের শূটিং হয়েছে। সেখান থেকে তারা কক্সবাজারেও এর শূটিং হবে। গানের নৃত্য পরিচালনা করছেন তানজিল। বিস্ময়ের ব্যাপার হচ্ছে সিনেমাটির পরিচালক এখনও ঠিক হয়নি। তবে বান্দরবান ও কক্সবাজারে গানের শূটিংয়ের দায়িত্বে রয়েছেন আতিক রহমান। ধারণা করা হচ্ছে, তিনিই সিনেমাটি পরিচালনা করবেন। আগামী ১১ আগস্ট গানের শূটিং শেষে পুরো ইউনিটের ঢাকায় ফেরার কথা রয়েছে। এর দ্বিতীয় দফার শূটিং হবে ঈদুল আজহার পর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন