শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আফজাল হোসেনের ২৫তম বিবাহবার্ষিকী

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের ২৫তম বিবাহবার্ষিকী। ১৯৯২ সালের ৮ আগস্ট তাজিন হালিমকে তিনি বিয়ে করেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের দুই পুত্র সন্তান আরাফ আফজাল ও ঈমান আফজাল। দু’জনই এখন পড়াশুনা করছে। বিবাহিত জীবনের রজতজয়ন্তীতে আফজাল হোসেন বলেন, ‘দেখতে দেখতে আমি আর তাজিন একসঙ্গে জীবনের পঁচিশ বছরে পা রাখলাম। এরইমধ্যে পরিবারের সদস্যরা আমাদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন। বাকি দিন আমরা আমাদের মতোই করেই কাটিয়েছি। এটা এমন একটা দিন যা সবসময়ই আমি, আমরা নিজেদের মতো করেই কাটানোর চেষ্টা করি। এবারও যথারীতি তাই হয়েছে। তবে সবার কাছে দোয়া চাই যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি।’ এদিকে আসছে ঈদ উপলক্ষে আফজাল হোসেন নির্মাণ করবেন সিরিজ নাটক ‘ছোট কাকু এখন বগুড়ায়’। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্য একটি ঈদ নাটক নির্মাণ করবেন। এছাড়া তিনি আরিফ খানের নির্দেশনায় একটি নাটকেও অভিনয় করবেন। তপু খানের নির্দেশনায় আফজাল হোসেনকে পিয়া বিপাশার বিপরীতে ‘পুতুল পুতুল’ নাটকে অভিনয় করতে দেখা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন