গুজব চলছিল স্টার প্লাসের ‘দিয়া অওর বাতি হাম’ সিরিয়ালটি আগস্টে শেষ হবে। অবশেষে তাই সত্য হলো। ১১ আগস্ট সিরিয়ালটির শেষ পর্ব প্রচারিত হবে।
এই সিরিয়ালটিই দীপিকা সিং, আনাস রশিদ এবং নিলু ভাগেলা’র মতো অভিনয়শিল্পীদের তারকার খ্যাতি দিয়েছে। সম্প্রতি ফিকশন শোটির টিআরপি নিচের দিকে নামতে থাকে।
‘দিয়া অওর বাতি হাম’ দীর্ঘদিন ভারতের সবগুলো স্যাটেলাইট টেলিভিশনের শীর্ষ পাঁচ অনুষ্ঠানের মধ্যে নিজের অবস্থান বজায় রাখতে পেরেছে। তবে সম্প্রতি সিরিয়ালটির জনপ্রিয়তায় ভাটা পড়তে দেখা গেছে। একটি বিনোদন পোর্টাল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আগস্টে সিরিয়ালটি শেষ হতে যাচ্ছে। তারা এক সূত্রের উদ্ধৃতি দিয়ে লিখেছে, অচিরেই সিরিয়ালটি শেষ হতে যাচ্ছে।
‘দিয়া অওর বাতি হাম’ সিরিয়ালটি শুরু হয় ২০১১ সালে। এটি দীপিকা সিং রূপায়িত সন্ধ্যা নামে এক নারীর তারুণ্য থেকে এক আইপিএস কর্মকর্তা হওয়ার গল্প।
চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটের ‘নামকাহারাম’ ‘দিয়া অওর বাতি হাম’ সিরিয়ালটির স্থলাভিষিক্ত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন