নতুন গান নিয়ে ব্যাস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী এস ডি রুবেল। নতুন গানের বেশিরভাগের সুর ও সংগীত তিনি জিজেই করছেন। করোনা পরিস্থিতির মাঝে তিনি বেশ কিছু নতুন গান তৈরি করেছেন ও প্রকাশ করেছেন। সম্প্রতি ‘তুমি মিথ্যে প্রতিশ্রুতি’ শিরোনামের নতুন গান প্রকাশ করেছেন নিজের ইউটিউব চ্যানেলে। এর সুর ও সংগীত করেছেন রুবেল নিজে। বাকী গানগুলো একের পর এক প্রকাশ করবেন। এস ডি রুবেল বলেন, গান নিয়মিত করছি। প্রতি মাসে নিজের চ্যানেলে অন্তত একটি করে গান প্রকাশের চেষ্টা করছি। করোনার মধ্যেও কিছু গান প্রকাশ করেছি। আসলে করোনা পরিস্থিতির শেষ কবে হবে বলা যায় না। তাই সচেতন থেকে কাজ করতে হবে। নতুন গানের পাশাপাশি এরইমধ্যে বিভিন্ন টিভি চ্যানেলের লাইভেও অংশ নিচ্ছেন এ গায়ক। এদিকে গত বছর চিত্রনায়িকা ববিকে নিয়ে বৃদ্ধাশ্রম নামে একটি সিনেমায় কাজ করেন রুবেল। এ ধারাবাহিকতায় আবারো নতুন সিনেমার কাজ শুরু করবেন বলে জানান। তবে নতুন এই সিনেমায় তার বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনি জানাতে চান না। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমার গল্প লেখার কাজ সম্পন্ন হয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন এস ডি রুবেল। রুবেল বলেন, নতুন সিনেমার জন্য গল্প তৈরি করেছি। খুব সুন্দর একটি গল্প। সামাজিক অবক্ষয়ের বিভিন্ন বিষয় এখানে তুলে ধরা হয়েছে। আশা করছি, বিনোদনের পাশাপাশি সিনেমাটিতে দর্শক কিছু মেসেজ পাবেন। খুব শিগগির এর পাত্র-পাত্রীর নাম প্রকাশ করবো। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। এদিকে স্বপন চৌধুরী পরিচালিত বৃদ্ধাশ্রম সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। উল্লেখ্য, এস ডি রুবেল অভিনীত প্রথম সিনেমা ‘এভাবেই ভালোবাসা হয়’ ২০১০ সালে মুক্তি পায়। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ সিনেমায় রুবেলের বিপরীতে অভিনয় করেন শাবনূর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন