শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পরমাণু শক্তিবিষয়ক শিক্ষায় সহযোগিতা দেবে হাঙ্গেরি

দুই সমঝোতা স্মারক সই

কূটনৈতিক সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

বাংলাদেশের শিক্ষার্থীদের পরমাণু শক্তিবিষয়ক শিক্ষায় সহযোগিতা দেবে হাঙ্গেরি। এছাড়া বাংলাদেশ ও হাঙ্গেরি ক‚টনৈতিক প্রশিক্ষণে একে অপরকে সহযোগিতা করবে।

এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দু›দেশের মধ্যে দু›টি সমঝোতা স্মারক সই হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়কমন্ত্রী পিটার সিজার্তো এ সমঝোতা স্মারক সই করেন। সমঝোতা স্মারক সই শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দু›দেশের মন্ত্রী। সংবাদ সম্মেলনে তারা জানান, প্রতি বছর বাংলাদেশের ৩০ জন শিক্ষার্থীকে পরমাণু শক্তি বিষয়ক শিক্ষায় সহযোগিতা দেবে হাঙ্গেরি। হাঙ্গেরির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। এছাড়া দু›দেশের ক‚টনীতিকদের প্রশিক্ষণে সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গত বুধরার গভীর রাতে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী পিটার সিজার্তো ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। গতকাল সকালে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির সঙ্গে তিনি বৈঠক করেন। একই দিন বিকেল পৌনে ৩টায় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। এ সময় দু›দেশের মধ্যে দু›টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। সফর শেষে সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন