শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

এবার করোনায় আক্রান্ত সিলেটের মেয়র আরিফ ও প্রধান প্রকৌশলী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৮ এএম | আপডেট : ২:০৫ পিএম, ১১ সেপ্টেম্বর, ২০২০

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনাভাইরাস শনাক্ত হয়। একইদিন সিলেট বিভাগে নতুন করে আরও ৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়ও তাদের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের শুরুর দিক থেকেই সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নিরলসভাবে কাজ করেছেন। লকডাউনের সময় বাসাবাড়িতে আটকেপড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে তিনি ব্যাপক সুনাম কুড়িয়েছেন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ সংশ্লিষ্টদের নিয়েই তিনি এসব কাজ চলমান রেখেছেন।

এর আগে মেয়র আরিফের স্ত্রী সামা হক চৌধুরীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে তিনি বাসায় থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের পুরো পরিবার ও নির্বাহী প্রকৌশলী আলী আকবরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরে অবশ্য তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed Kowaj Ali khan ১১ সেপ্টেম্বর, ২০২০, ১:২৫ পিএম says : 0
আক্রান্ত তো হবেই। ওদের মূখে দাঁড়ি নাই মাথায় নাই টুপি। ইসলাম বুজে না। এইখানেই সমস্যা।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন