শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পপকর্ণলাইভ.টিভিতে ভালোবাসা দিবসের স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র

প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস উপলক্ষে প্রাণ ফ্রুটো ও পপকর্ণলাইভ.টিভি তৈরি করছে ভালোবাসার ছোটো গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র লাভ এক্সপ্রেস। প্রতি দুইদিন অন্তর একটি নতুন গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে। এটি দেখা যাচ্ছে িি.িঢ়ড়ঢ়পড়ৎহষরাব.ঃা-তে। ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে এক নতুন দ¤পতির ভালোবাসার গল্পে অভিনয় করেছেন অভিনেত্রী সিফাত তাহসিন। তিন বছর পর তিনি প্রথম অভিনয় করলেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে দ¤পতি হিসেবে কাজ করেছেন সিফাত তাহসিনের সাথে কাজী আসিফ। ইতিমধ্যে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্প্রচারিত হয়েছে যা দেখা যাচ্ছে যেকোনো সময় পপকর্ণলাইভ.টিভি ও প্রাণ ফ্রুটো এর ইউটিউব চ্যানেলে। লাভ এক্সপ্রেস-এর ধারাবাহিকতায় কাজী আসিফ ও সিফাত তাহসিন অভিনীত ভালোবাসার গল্পের পঞ্চম নাটক ‘অ্যারেঞ্জড ম্যারেজ’ প্রচার হচ্ছে পপর্কণলাই.টিভি এবং প্রাণ ফ্রুটো-এর ইউটিউব চ্যানেলে। এটি পরিচালনা করেছেন আতিক জামান। চিত্রগ্রহণ করেছেন মিছিল সাহা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন