পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স তার আগামী অ্যালবাম মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন ‘গেøারি’ অ্যালবামটি ২৬ আগস্ট মুক্তি পাবে।
‘গেøারি’ ৩৪ বছর বয়সী ‘প্রিন্সেস অফ পপ’ হিসেবে পরিচিত গায়িকাটির গত তিন বছরের মধ্যে একমাত্র অ্যালবাম। এই মাসের শেষে অ্যাপল মিউজিকের ব্যবস্থাপনায় এই এই সঙ্গীত সম্ভার মুক্তি পাবে। জানা গেছে যারা অ্যালবামটি অগ্রিম অর্ডার করবেন তারা এর অন্তর্গত ‘প্রাইভেট শো’ গানটি সঙ্গে সঙ্গে ডাউনলোড করতে পারবে।
ঘোষণার সঙ্গে অ্যালবামের প্রচ্ছদের ছবিও প্রকাশিত হয়েছে।
ব্রিটনি লিখেছেন : “আমার নতুন অ্যালবাম আর নতুন যুগের সূচনা। অ্যাপল মিউজিক থেকে ২৬ আগস্টে পাওয়া যাবে।”
ব্রিটনি গত ১৫ জুলাই অ্যালবামের মূল গান ‘মেক মি’ মুক্তি দেন। এতে তার সহশিল্পী হিসেবে আছেন হিপ-হপ তারকা জি-ইযি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন