শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পরের চলচ্চিত্রে তিন কন্যার বাবা আমির খান!

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

‘দাঙ্গাল’ মুক্তি পাবার পরপরই বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তার নতুন চলচ্চিত্রের কাজ শুরু করবেন বলে জানা গেছে।
আমির সম্প্রতি জানিয়েছেন জীবনীভিত্তিক স্পোর্টস ড্রামা ‘দাঙ্গাল’ মুক্তি পাবার পরই তিনি তার আগামী চলচ্চিত্র ‘থাগ’-এর শুটিং শুরু করবেন। চলচ্চিত্রটি পরিচালনা করবেন বিজয় কৃষ্ণ আচারিয়া। এতে ৫১ বছর বয়সী অভিনেতাটির ভ‚মিকাটি নিয়ে এরই মধ্যে জল্পনাকল্পনা শুরু হয়ে গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি এই ফিল্মে তিন কিশোর বয়সী কন্যার বাবার ভ‚মিকায় অভিনয় করবেন। আরও জানা গেছে ‘দাঙ্গাল’ ফিল্মটিতে তার চরিত্রের একেবারে বিপরীত হবে এই চলচ্চিত্রের চরিত্রটি। এটি সম্ভবত হাল্কা ধরনের ফিল্ম হবে এবং এতে যথেষ্ট হাস্যরস থাকবে।
প্রতিবেদন থেকে জানা গেছে, প্রথমে হৃতিক রোশনকে এই চলচ্চিত্রটিতে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু, তিনি চিত্রনাট্যে ব্যাপক পরিবর্তনের ফরমায়েশ করায় নির্মাতারা তা মেনে নেয়নি, এবং শেষে তাকে চিন্তা থেকে বাদ দেয়া হয়। এরপর পরিচালক চিত্রনাট্য সামান্য পরিবর্ধন করে আমিরকে কাজ করার অফার দেন। সাধারণত এই অভিনেতা নতুন ফিল্ম নেবার আগে দীর্ঘ সময় নিয়ে থাকেন, তবে এই ক্ষেত্রে কালক্ষেপণ করেননি।
‘দাঙ্গাল’ এই বছর ২৩ ডিসেম্বর মুক্তি পাবে। এতেও অভিনেতাটি তিন কন্যার বাবার ভ‚মিকায় অভিনয় করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন