গত কয়েক মাসে দেশে নির্মিত ওয়েব সিরিজের অশ্লীলতা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এসব ওয়েব সিরিজে দেশের অতি পরিচিত অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেন। তাদের রুচিবোধ নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে। তারপরও অশ্লীল ওয়েব সিরিজ নির্মাণ থেমে নেই। অনেকেই এসব সিরিজ নির্মাণ করছেন। সম্প্রতি মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিনের কাছে এমন একটি অশ্লীল ওয়েবে সিরিজের প্রস্তাব আসে। স্ক্রিপ্ট পড়ে তিনি দারুণ ক্ষুদ্ধ হয়েছেন। স্ক্রিপ্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। স্ক্রিটের দুটি অংশ পোস্ট করে লিখেন, একটা ওয়েব সিরিজের অফার পেয়েছি। খুব মনোযোগ দিয়ে চিত্রনাট্য পড়ছিলাম। মনে যদিও একটা নেগেটিভ চিন্তা আগে থেকেই ছিল। ভাবছিলাম ওয়েব সিরিজের নামে এখন যা হচ্ছে, অন্তত এটা তেমন হবে না। কিন্তু পড়তে গিয়ে দেখলাম এটা আরো অনেক বেশি নোংরা। স্ক্রিপ্ট এর ভাষা দেখে মাথা ঘুরছে। এই অবস্থা কেন আমাদের দেশে? ওয়েব সিরিজ মানেই কি কাপড় খুলতে হবে? নষ্টামি- নোংরামি করতে হবে। এসব এলাউ কিভাবে করে! লিগ্যাল অ্যাকশন কেন নেয়না এদের বিরুদ্ধে? তিনি লিখেন, ড্রাগ, প্রস্টিটিউশন, সেক্স-এ ভরপুর চিত্রনাট্য! পুরো স্ক্রিপ্ট দেয়া সম্ভব নয় বলে, শুধু দুটো অংশ দিলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন