শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সঙ্গীত জগতে পঞ্চাশ বছর উপলক্ষে লন্ডনে গাইবেন রুনা লায়লা

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : রুনা লায়লা তার সঙ্গীত জীবনের পঞ্চাশ বছর পার করেছেন। সুদীর্ঘ ক্যারিয়ারে কণ্ঠ দিয়েছেন ১০ হাজারেরও বেশি গানে। এই শিল্পীর ক্যারিয়ারের ৫০বছরপূর্তি উৎসবের আয়োজন করেছে লন্ডন প্রবাসী বাঙালিরা। আগামী ২৪ সেপ্টেম্বর লন্ডনের রামফোর্ডের দ্য সিটি প্যাভিলিয়নে আয়োজন করা হয়েছে তার একক সঙ্গীত সন্ধ্যা। ‘মেলোডি কুইন রুনা লায়লা ইন লন্ডন’ শীর্ষক কনসার্টে রুনা তার নতুন ও পুরাতন জনপ্রিয় গান পরিবেশন করবেন। উল্লেখ্য, গানে রুনা লায়লার হাতে খড়ি মাত্র ৬ বছর বয়সে। পাকিস্তানের করাচি শহরের একটি অনুষ্ঠানে তার বড় বোন দিনা লায়লার গান গাওয়ার কথা ছিল। কিন্তু সেদিন দিনা লায়লা অসুস্থ হয়ে পড়েন। বোনের অসুস্থতার কারণে রুনা লায়লাকে সেই অনুষ্ঠানে গান গাইতে বলা হয়। প্রথম সুযোগেই সবাইকে বেশ চমকে দেন ও পুরস্কৃত হন। তারপর থেকে আজ অবধি বিরতিহীনভাবে গান করে যাচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)