শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এ সময়ের চাহিদা সম্পন্ন অভিনেতা মামুন চৌধুরী রিপন

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এ সময়ের অভিনেতাদের মধ্যে মামুন চৌধুরী রিপন একটি অপরিহার্য নাম। নির্মাতাদের কাছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। বলাবাহুল্য, তার অভিনয় দক্ষতাই তাকে এই অবস্থান সৃষ্টি করে দিয়েছে। ফলে ব্যস্ততম অভিনেতাদের মধ্যে মামুনের নামটি সর্বাগ্রে চলে আসে। এ সময়ে তার অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক যেমন বিভিন্ন চ্যানেলে চলছে, তেমনি নতুন নতুন ধারাবাহিকেও অভিনয় করছেন। তার অভিনীত প্রচার চলতি ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে, রূপান্তর-এর রচনায় ও মাসুদ মহিউদ্দিনের পরিচালনায় বৈশাখী টেলিভিশনের ডেইলি সোপ ‘নগর জোনাকী’। এটি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে প্রচার হচ্ছে। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় মেগা ধারাবাহিক ‘সিনেমাওয়ালা’ প্রচার হচ্ছে এনটিভিতে সোম ও মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে। আকরাম খানের পরিচালনায় ডেইলি সোপ ‘হাউজওয়াইফস’ প্রচার হয় মাছরাঙা টিভিতে রবি থেকে বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে। বিএম সুজনের রচনা ও জুয়েল মাহমুদের চিত্রনাট্য ও পরিচালনায় সিরিজ নাটক ‘ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা’ এটিএন বাংলায় প্রচার হয় প্রতি শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে। এছাড়া তার অভিনীত নির্মাণাধীন রয়েছে শাহাদাত হোসেন সুজনের পরিচালনায় বাংলাভিশনের ডেইলি সোপ ‘মুখোশ’, সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় সিঙ্গেল নাটক ‘বিহঙ্গ’, মহিউদ্দিন মাসুমের পরিচালনায় বিটিভির ধারাবাহিক ‘তেলেসমাতি’। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছেন মামুন। এখন অভিনয় করছেন অনুদানের সিনেমা সবুজ ঘুড়িতে। এটি রচনা করেছেন অয়ন চৌধুরী। পরিচালনা করেছেন কবীর বাবু। নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি মামুন নিয়মিত মঞ্চে অভিনয় করেন। থিয়েটার দল দেশ নাটক-এর তিনি সক্রিয় সদস্য। মঞ্চে তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছেÑ লোহা, বিরসা কাব্য, নিত্যপুরাণ, জনমে জন্মান্তর, প্রাকৃত পুরাঙ্গনা, অরক্ষিতা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন