বিনোদন ডেস্ক : গত ঈদে বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছিলেন চিত্রনয়িকা পূর্ণিমা। তারপর একমাস আর কোনো কাজ করেননি। বিরতি শেষে আবার নাটকে অভিনয় শুরু করেছেন। আগামী ঈদের জন্য ইতোমধ্যে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। রেদওয়ান রনি পরিচালিত টেলিফিল্মটির নাম দেয়ালের ওপারে। এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার এবং জোভান। ইতোমধ্যে রাজধানীর নিকেতনে টেলিফিল্মটির শুটিং শেষ হয়েছে। রোমান্টিক-থ্রিলার ধাঁচের গল্প নিয়ে টেলিফিল্মটির কাহিনী আবর্তিত হয়েছে। এটি আগামী ঈদে বাংলাভিশনে প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন