বলিউডের দুটি তারকা সমৃদ্ধ চলচ্চিত্র মুক্তি পাচ্ছে আগামী কাল। এর একটি হল- ‘মহেঞ্জোদারো’, অন্যটি ‘রুস্তম’।
সিন্ধু উপত্যকা সভ্যতার পটভূমিতে প্রথম চলচ্চিত্র ‘মহেঞ্জোদারো’ মুক্তি পাচ্ছে আশুতোষ গোয়ারিকার প্রডাকশন্স এবং ইউটিভি মোশন পিকচার্সের ব্যানারে। এপিকধর্মী অ্যাডভেঞ্চার ড্রামাটি প্রযোজনা করছেন সুনীতা গোয়ারিকর এবং সিদ্ধার্থ রায় কাপুর। আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় অভিনয় করেছেন হৃতিক রোশন, পূজা হেগড়ে, কবির বেদি, অরুণোদয় সিং, সুহাসিনী মুলায়, নীতিশ ভরদ্বাজ, কিশোরী শাহানে, শারদ কেলকার, মনীশ চৌধরি, নরেন্দ্র ঝা, শাজি চৌধরি, দিগন্ত হাজারিকা এবং নয়না ত্রিবেদী। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। খ্রিস্টপূর্বাব্দ ২০১৬-তে এক কৃষকের গল্প যে এক অভিজাত বংশীয় তরুণীর প্রেমে পড়ে।
ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা কে এম নানাবতী’র হাতে তার স্ত্রীর কথিত প্রেমিকের খুন হবার বাস্তব কাহিনী অবলম্বনে নির্মিত ‘রুস্তম’ মুক্তি পাচ্ছে এ ফ্রাইডে ফিল্মওয়ার্ক্স, ক্রিআর্জ এন্টারটেইনমেন্ট প্রা. লি., এসেল ভিশন প্রডাকশন্স লি. এবং কেইপ অফ গুড ফিল্মসের ব্যানারে। ক্রাইম-মিস্ট্রি ফিল্মটি প্রযোজনা করেছেন নীরাজ পা-ে, শীতল ভাটিয়া, অরুণা ভাটিয়া, নিতিন কেনি, আকাশ চাওলা. বীরেন্দ্র অরোরা এবং ঈশ্বর কাপুর। তিনু সুরেশ দেশাইয়ের পরিচালনায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, ইলিয়ানা ডিক্রুজ, এশা গুপ্ত, শচীন খেদেকার, পবন মালহোত্রা, পারমিত শেঠি, অর্জন বাজওয়া, সহদেব গিরিশ, ঊষা নাদকার্নি এবং শারদ কেলকার। সঙ্গীত পরিচালনা করেছেন অঙ্কিত তিওয়ারি, জিত গাঙ্গুলী, রাঘব সাচার এবং অর্ক মুখার্জি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন