মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আচমকা কেঁপে উঠল লাদাখ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ২:৫৭ পিএম

শান্তির জন্য আলোচনা শুরু হলেও ভারতীয় সীমান্ত লাদাখে শান্তি ফেরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। চীনের লাল ফৌজের সেনারা ভারতীয়দের চুল পরিমাণও ছাড় দিতে নারাজ।
এদিকে সীমান্ত এলাকা লাদাখ নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা এখনও বিরাজমান। এরই মধ্যেই রোববার রাতে আচমকা কেঁপে উঠল হিমশীতল লাদাখ। স্থানীয় সময় রাত ১০ টা ৫৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় লাদাখ অঞ্চলে।

জানা গেছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। উৎসস্থলের গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নীচে।

এই কম্পনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে সোমবার সকালেই এই অঞ্চলে আরও একটা ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৭। এছাড়া গত শুক্রবারও লাদাখে ৫.৪ মাত্রার আরও একটি কম্পন অনুভূত হয়। সূত্র: ইন্ডিয়া টিভি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Ashraful Alam Ratan ২৯ সেপ্টেম্বর, ২০২০, ৮:৫০ পিএম says : 0
যুদ্ধ না লাগা পর্যন্ত বুজা যাচ্ছে না, কার শক্তি বেশী। চাপায় সমানেসমা।
Total Reply(0)
Megh ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১০:০১ পিএম says : 0
একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে, ভারতের মধ্যে যা কিছু ঘটে সেটা নিয়ে বাংলাদেশের এতো মাথা বেথা কেনো।
Total Reply(0)
Kabir ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৩ পিএম says : 0
Accept me
Total Reply(0)
Azad ৩ অক্টোবর, ২০২০, ২:৩১ এএম says : 0
মুদি ও বিজেপি গুবর আর গূমুৎর খাইতে খাইতে মাতাল হয়ে গেছে যে কারনে ভারতের বারোটা বাজিয়ে তেরোটুকরা করে ফেলতেছে এখন ভারতের চারদিকের দেশের সাথে ও মাতলামি শুরু করে দিয়েছে আর চাইনা নেপাল ও পাকিস্তানের সীমান্তে মার খাচ্ছে আর বাংলাদেশের ডাবল মাতলামি করতেছে যাহাতে বাংলাদেশের বরডারে ও মার খাইতে হয় শেষ পর্যন্ত বাংলাদেশের আর কি করার আছে নেপালের রাস্তা দিয়ে পথ চলতে হবে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন